সমাজের আলো: তালা উপজেলার মৃত মাহাজন সরদারের ছেলে সামসুর আলি সরদার ষাট। সামসুর আলি একজন গৃহহীন হত দরিদ্র হার্ডের রোগি। গ্রাম শালিখা গুচ্ছ গ্রাম ১০ নং খেশরা ইউনিয় ৬ নং ওয়ার্ড উপজেলা তালা জেলা সাতক্ষীরা। ৮ সদস্যের সংসার সামসুর আলির। পরিবারে ভোটার সংখা ৭ জন। পেশায় ছিলেন একজন ভ্যান চালক। শারিরিক অবস্থা বেশী খারাপ হওয়ায় এখন আর ভ্যান চালাতে পারেন না। পরিবার পরিজনের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়ার জন্য বর্তমানে শালিখা বাজারে ভ্যানে বসে কলা বিক্রি করেন। এপর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে তিন কেজি চাল ছাড়া কখনো কোন সহায়তা পাননি। নিজের এক কাঠা জমিও নেই সামসুরের। বসবাস করছেন শালিখা নদীর চরে খাস জমিতে। চটের বেড়া দিয়ে ঘেরা নারিকেল পাতার চালের জরাজির্ন ঘরে বসবাস সামসুরের পরিবারের। একটু বৃষ্টি হলেই পলিথিন মুড়ি দিয়ে ঘরে বসে থাকতে হয় পরিবারের সবাইকে। সারারাত বৃষ্টি হলে পলিথিন মুড়ি দিয়ে বসেই রাত পার হয়ে যায় পরিবারের সবার। সরেজমিনে সামসুরের বাড়িতে গেলে পরিবারের সবাই কান্না জড়িত কন্ঠে বলেন প্রধানমন্ত্রী গরিবদের ঘর দিচ্ছেন। আমি এলাকার সবচেয়ে গরিব অসহায় ও একজন মুমুর্ষ হার্ডের রোগি হওয়ার পরেও আমার কোন যোগাযোগ ও টাকা না থাকায় ঘরের তালিকায় আমার নাম উঠছে না। অথচ আমার চেয়ে অনেক সচ্ছল ও সুস্থ ব্যাক্তিরা ঘর পাচ্ছে। জিবনের বাকি কটা দিন একটু ভালোভাবে বাচার জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের দাবি জানিয়েছে হতদরিদ্র সামসুর আলি সরদার।

