ইয়ারব হোসেনঃ  সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকে এস এম মোস্তফা কামাল। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুতমিশ, সভাপতি- চেম্বার অফ কমার্স, শপিং মল সত্ত্বাধিকারীসহ বিভিন্ন সংগঠনের প্রধানেরা। সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে পড়ে শুনানো হয়। জেলার শপিংমলগুলোতে হাত ধোওয়া এবং স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সামাজিক দূরত্ব বজায় রাখতে একদরে পণ্য বিক্রি, ব্যবসায়ীদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এ কথা বলেন। সাতক্ষীরা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এড, মুস্তাফা লুৎফুল্লাহ বলেন, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ীদের সাতক্ষীরা স্টেডিয়াম বা পিটিআই মাঠে স্থানান্তরের প্রয়োজন।এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করতে হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি মুনছুর আহমেদ বলেন দোকানদারদের সচেতনতা এবং একদরে পণ্য বিক্রি করার বিষয়টি নজর দিতে হবে।জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সেক্রেটারি নজরুল ইসলাম বলেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন বলেন, প্রতি দোকানে সিসিটিভি যুক্ত করতে হবে। সিভিল সার্জন সবাইকে ভিড় এড়িয়ে মাস্ক ব্যবহার করতে বলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *