সমাজের আলো : লাল রংয়ের পানিতে ভেসে গেছে গ্রামের রাস্তা। সেই রাস্তা দিয়েই চলছে গাড়ি ও মোটরবাইক। পারাপার হচ্ছে মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই কয়েকটি ছবি এবং ভিডিও। যা দেখার পর রীতিমত অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে আবার ভয়ও পেয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। তবে কীভাবে পানি এমন লাল হয়ে গেল? এমন প্রশ্নই করছেন অনেকে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পেকালোংগান গ্রামের এই দৃশ্য সামনে এসেছে। যেখানে রাস্তা ডুবে গিয়েছে লাল পানিতে। তার মধ্যে দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন। যাচ্ছে বাইক-গাড়ি। কিন্তু নেটদুনিয়ায় এই ছবি দেখে অনেকে আঁতকে উঠেছেন। যদিও পরবর্তীতে সত্যিটা সামনে আসে। আসলে ওই এলাকায় কাপড়ে ফেব্রিক প্রিন্টিংয়ের কাজ হয়। অর্থাৎ ‘বাটিক’ এর কারখানা রয়েছে। ওই গোটা এলাকা সম্প্রতি বন্যার পানিতে ডুবে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে লাল রং পানিতে মিশিয়ে দিয়েছে। ফলে গোটা এলাকার পানি লাল হয়ে গেছে। তবে এটি প্রথম নয়, এর আগেও এই এলাকার একটি গ্রামে বন্যার পানিতে রং ঢেলে দেওয়ায় তা সবুজ বর্ণ ধারণ করে। আরেকবার আবার বেগুনি রংয়ের পানিও দেখা গিয়েছিল। তবে এই সত্যিটা সামনে আসার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি দেখে ভয় পেয়েছেন। কেউ লিখেছেন এবার হয়তো পৃথিবীর শেষের শুরু। কেউ আবার লিখেছেন, পানিতে রক্ত মেশায় তা লাল রং ধারণ করেছে। তবে শেষপর্যন্ত অবশ্য সবার ওই ভুল ভেঙ্গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *