সমাজের আলো : সাতক্ষীরায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপির সদস্যরা সীমান্তে কঠোর নজর দারীর কারণে গত ৩ মাসে ১১ কোটি ২৯ লক্ষ ১১ হাজার ৮৯১ টাকার চোরাচালান পণ্য আটক করেছে। এর মধ্যে ৩১ লক্ষ্য ৯ হাজার ৬০০ টাকার ইয়াবা ফেন্সিডিল মদ গাজা সহ বিভিন্ন মাদক দ্রব্য বাকী প্রায় ১০ কোটি ৯৮ লক্ষ ২হাজার ২৯১ টাকার স্বর্ণেবার, ডায়মন্ডের আংটি, ইউএস এক্সপ্রেস কলিং কার্ড, জব্দকৃত প্রাইভেটকার, মটর সাইকেল, মোবাইল ফোন, সান্ডেল, থ্রী পিছ, বিভিন্ন প্রকার কসমেটিক, চা-পাতা, ভারতীয় বিভিন্ন জাতের পাখি, সুখিবড়ি ও বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ আল-মাহমুদ জানান, যেখানেই মাদক সে খানেই হানা দেওয়া হবে কোন মাদক ব্যাবসায়ীকে সীমান্ত এলাকায় প্রশ্রায় দেওয়া হবেনা। বর্তমান সীমান্তে মদক নির্মুল ও চোরাচালান বন্ধে বিজিবি’র জোয়ানরা সব সময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছে। তবে ইদানিং মাদক চোরাকারবারীরা রাতের আঁধারে মাদক দ্রব্য পাচার করে আনার সময় বিভিন্ন ধরনের অস্ত্র¿ সঙ্গে রাখে। যে কারণে বিজিবি জোয়ানদের সব সময় ঝুকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনগনকে সচেতন হয়ে চিহ্নিত মাদক চোরাকারবারীদের কে ধরার ব্যাপারে বিজিবি’র জোয়ানদের সাহায্য করার জন্য ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক অনুরোধ জানান। ইতিমধ্যে ২৬ জন চোরাকারবারীর বিরুদ্ধে ২১টি মামলা দেওয়া হয়েছে। এদিকে সীমান্তের ১৩৮ কি: মি: ঘুরে বসবাসরত একাধিক ব্যাক্তির সাথে আলাপ করে জানাযায়, বর্তমান ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ আল-মাহমুদ চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার কারণে মাদকদ্রব্য ও চোরাকারবারী রাঘব বোয়ালদের আপাতত কোন হদিস বা কান দেখা যাচ্ছে না। তবে রাতের আঁধারে কিছু ছিচকে চোরাকারবারীদের সীমান্তে ঘোরা ফেরা করতে দেখা যায়। ৩৩ বিজিবি আধিনায়ক জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *