মনিরামপুর,যশোর প্রতিনিধি : দেশ বরেণ্য আলেম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি——রাজেউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ গুনগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের সদস্য মুফতি আব্দুল রশিদ জানান, তিনি হার্ড, কিডনী এবং ফুসফুসে সমস্যায় ছিলেন। তিনি গত ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনষ্টিটিউটের আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। মাগরিববাদ তাঁর নিজ গ্রাম বিজয়রামপুর জামেয়া ইমদাদিয়া মাদানীনগর কওমি মাদ্রাসা ময়দানে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মুফতি ওয়াক্কাস কওমী মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি ও হেফাজত ইসলামের সাবেক নায়েবে আমীর এবং বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলামে কেন্দ্রীয় একাংশের চেয়ারম্যান এবং নিজের প্রতিষ্ঠিত জামেয়া ইমদাদীয়া মাদানীনগর কওমী মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন। জানা যায়, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ১৯৫২ সালের ১লা নভেম্বর যশোরের মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত মোহাম্মদ ইসহাক মোড়ল ছিলেন একজন কৃষক। স্থানীয় সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে লাউড়ী রামনগর কামিল মাদ্রাসায় ভর্তি হন। তার প্রখর মেধা ও দ্বীনি শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখে মাদ্রাসার তৎকালিন সুপারন্টিডেন্ট হযরত মাওঃ তাজাম্মুল হুসাইনের নেক নজরে পড়েন। এক পর্যায় হযরত মাওঃ তাজাম্মুল হুসাইন সাহেবের বায়াত নিয়ে তার শিষ্যত্ব গ্রহন করেন। তিনি ( মাওঃ তাজাম্মুল হুসাইন সাহেব) ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসার অনুসারি। মুফতি ওয়াক্কাসও দেওবন্দ ভাবাপন্ন হয়ে উঠেন। এই মাদ্রাসা হতে মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় স্থান করে দাখিল, আলিম ও ফাজিল পাশ করেন। ১৯৭১ সালে মাদারিপুর জেলার বাহাদুরপুর শরীয়তীয়া আলীয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেনিতে কামিল পাশ করেন। ১৯৭২ সালে মণিরামপুর ডিগ্রী কলেজ (বর্তমান সরকারি) থেকে এইসএসসি পাশ করে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে কৃতিত্বের সাথে মওকুপ আলাইহি, দাওরায়ে হাদিস, তাকমিলে দ্বীনিয়াত ও মেধা তালিকায় প্রথম স্থান করে ইফতা পাশ করেন। বাড়িতে ফিরে এলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনুরোধে ও হযরত মাওঃ তাজাম্মুল হুসাইনের সম্মতি নিয়ে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে এমপি নির্বাচিত হয়। তৎকালিন শাসক দল জাতীয়পার্টিতে যোগ দিয়ে প্রথমে জাতীয় সংসদের হুইপ এবং পরে ধর্ম প্রতিমন্ত্রী হন। পরে তিনি জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির সাথে জোট হলে তিনি ধানের শীষ প্রতিক নিয়ে ফের এমপি নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা জামায়াতের ইসলামের কর্ম পরিষদের সূরা সদস্য এ্যাড. গাজী এনামুল হক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান।




Leave a Reply

Your email address will not be published.