সমাজের আলোঃ জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষিত বিশেষ ব্যতিক্রম (পরিপত্রে উল্লিখিত) ব্যতীত সাতক্ষীরা জেলায় অন্য জেলা ও উপজেলা হতে মানুষ ও যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। আন্তঃজেলা ও উপজেলা সীমান্ত প্রবেশ দ্বারে সার্বক্ষণিক চেকপোস্ট থাকবে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও অন্যান্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এনজিও কর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি দায়িত্ব পালন করবেন। নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মহাদ্বয়।
তিনি আরো বলেন, এ মুহূর্তে দেশের কোন জেলা থেকে কেউ এ জেলায় না আসেন সে বিষয়ে সম্মানিত জেলাবাসী আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা তাদের জানিয়ে দিন জেলা করোনা প্রতিরোধ কমিটির এ সিদ্ধান্তের কথা। নিজের স্বার্থেই এ দায়িত্ব পালন করুন। আপনি ভালো থাকলে জেলা ভালো থাকবে। সম্মিলিত উপায়ে করোনা যুদ্ধে জয়ী হতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ১৫ই মে শুক্রবার বেলা ১ টার সময় ত্রিমমাইল টু ধানদিয়া চৌরাস্তা সড়কের পাটকেলঘাটা থানার সীমানার হযরতের মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। ইতিপূর্বে ১৪ই মে জেলা প্রশাসক মহাদ্বয়ের ব্যবহারিত ফেসবুক আইডি থেকে এবিষয়ে একটি প্রেস নোট প্রকাশ করা হয়।
চেকপোস্ট স্থাপনকালে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার এসআই কালাম, এএসআই সুব্রত, সাংবাদিক মামুন হোসেন, ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম, দফাদার জান্নাতুল ফেরদাউসসহ অন্যান্য গ্রাম-পুলিশ সদস্য।
