সমাজের আলো : সাতক্ষীরার কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতা -মাতা ও তাদের সাঙ্গপাঙ্গরা এক গৃহবধূ ও তার স্বামীকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা আফিয়া খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সংসাওে অমি সুখে শান্তিতে ছিলাম। আমার পিতা মোঃ খায়রুল আলম সরদার (চৌকিদার ) ও মা মোছাঃ রেবেকা সুলতানা নিজেদেও ব্যবসায়িক কাজ ও দেনা পরিশোধের জন্য বিগত চার মাস আগে আমার স্বামীর কাছ থেকে এককালিন নগদ ৭০ হাজার টাকা ধার নেন। যা ৩/৪ মাসের মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাকা চাইতে গেলে আমার পিতা মাতা কালক্ষেপন করতে থাকে। এতে আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে আমি পিতার বাড়িতে চলে অসি। এসময় আমার পিতা আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেতে থাকে। পাওয়না ৭০ হাজার টাকা না দিলে আমি বাড়ি যাব না জানালে আমার পিতা পিছন দিক থেকে আমাকে জাপটে ধরে এবং আমিরুল সরদারের হাতে থাকা বাঁেশ লাঠি দিয়ে অমাকে এলাপাতাড়ি মারতে থাকে। এসময় খায়রুল আলম সরদারের সাঙ্গপাঙ্গরা আমার স্বামীর উপর ঝাপিয়ে পড়ে। এসময় স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে অমার স্বামীর হাতে তুলে দেয়। এসময় জানতে পারি খায়রুল চৌকিদারের সাঙ্গপাঙ্গরা আমার স্বামীকে খুন করে লাশ গুম করে দিবে। ফলে আমার স্বামীর জীবনের কথা চিন্তা করে তাকে নিয়ে বাড়ির বাইরে অবস্থান করছি। যাতে আমার ও স্বামীর কোন ক্ষতি করতে না পারে।
আফিয়া খাতুন অভিযোগ করে বলেন, এমতাবস্থায় খায়রুল চৌকিদার ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় গুজব ছড়াচ্ছে যে, আমার মেয়েকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছ। যা সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। আমার পিতা খায়রুল চৌকিদারের মিথ্যে অভিনয়ের কারনে আমি নিজে বাদি হয়ে ১ জুন মঙ্গলবার সাতক্ষীরা আমলী ২ নং আদালতে সিআর/২০৩ নং একটি মামলা দায়ের করি। মামলার আসামিরা হলেন, কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে আমার পিতা মোঃ খায়রুল আলম সরদার, চাচা আমিরুল সরদার, আমিরুল সরদারের ছেলে মোঃ হুদা সরদার ও আমার মাতা রেবেকা সুলতানা। আদালত মামলাটি অমলে নিয়ে তদন্ত কওে প্রতিবেদন প্রদানের জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। আগামী ১ জুলাই মামলার পরবর্তী ধার্য্য দিন।
তিনি পিতা খায়রুল চৌকিদারের কাছে পাওনা ৭০ হাজার টাকা ফেরত পেয়ে যাতে স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এবং খায়রুল চৌকিদারের সাঙ্গপাঙ্গদেও হাত থেকে রেহাই পেতে পারেন তার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *