সমাজের আলো : সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তরিত করার লক্ষে দেশের সব জায়গায় শহর থেকে গ্রাম গঞ্জের অলি-গলিতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছে। কিন্তু বেশ কিছু অসাধু ব্যক্তির দুর্নীতির কারণে সরকারের সেই ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কোমরপুর এলাকার সড়কে পিচের কার্পেটিং রাস্তা নি¤œমানের কাজ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে ঠিকাদার। সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে ঠিকাদাররা নিজের ইচ্ছামত সড়কের নির্মাণ কাজ করেই চলেছে বলে অভিযোগ এলাকবাসির। এবিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের যেন কোন মাথা ব্যথা নেই। কোমরপুর এলাকার আবুল কাশেম গাজীর ছেলে আলতাফ হোসেন (২৭) ঠিকাদারের নিজের ইচ্ছামত সড়কের নির্মাণ কাজের প্রতিবাদ করার এক পর্যায়ে দুই জন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরে ওই যুবক ধুলিহর বাজারে আসলে চেয়ারম্যান চোকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে হুমকিÑধামকি দিয়ে বলেন, ‘তোর মারতে আমার সময় লাগবে না, তুই ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা চাইছিস।’জানা গেছে, সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর ক্লাব মোড় থেকে পাড়–ইপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের শুরুতেই সিডিউল অনুযায়ী না করে ঠিকাদারদের নিজের খামখেয়ালীমত নির্মাণ করে চলেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, কোমরপুর ক্লাব মোড় থেকে পাড়ুইপাড়া পর্যন্ত প্রায় ৭৮ লক্ষ টাকার পিচের কার্পেটিং নির্মাণ কাজের জন্য বরাদ্দ হয়। কিন্তু ঠিকাদার শুরুতেই তড়িঘড়ি করে বালু দিয়ে রাস্তা ঢেকে দিচ্ছে। স্থানীয়দের ধারণা যদি দুই তিন নং খোয়া দিয়ে ফিনিশিং না করে পিচের কার্পেটিং শুরু করে তাহলে খুব বেশি দিন রাস্তাটি টিকবে না। এবিষয়ে প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার মুজিবুর বলেন, অফিস যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করছি। ২, ৩ নং খোয়া দেওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, খোয়াটা হলো সরকারি এই কারণে আমাদেরও নি¤œ মানের মনে হয়। আগে ওখানে ইটের সোলিং ছিল। ওই সোলিংয়ের ইট চেয়ারম্যান মেম্বাররা আমাদের কাছে ১০ টাকা ৬৪ পয়সা হারে বিক্রি করেছে। আমরা এই নিয়ে আর যুদ্ধ করে পারছি না। এবিষয়ে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, আমার বিরুদ্ধে স্থানীয়রা যে অভিযোগ এনেছে এটি সত্য নয়। কোমরপুর এলাকার আলতাব হোসেন ঠিকাদারের সড়কের নির্মাণ কাজ বাঁধা দিলে আমি চোকিদার দিয়ে তাকে ডেকে মিমাংসা করে দিয়েছি

