বৃহস্পতিবার | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | হেমন্তকাল

তালেবান অবস্থানে বিমান হামলা, দুই শতাধিক নিহত

//তালেবান অবস্থানে বিমান হামলা, দুই শতাধিক নিহত
সমাজের আলো : আফগানিস্তানের জুযজান প্রদেশে সশস্ত্র গোষ্ঠি তালেবান যোদ্ধাদের অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্রের ভয়ংকর বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে। তালেবান অবস্থানে বিমান হামলা, দুই শতাধিক নিহত এই বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বার্তা সংস্থা এএনআই। রোববার (৮ আগস্ট) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) রাতে এ হামলা চালানো হয়। জুযজান প্রদেশ থেকে নির্বাচিত আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ পার্সটুডেকে জানান, তালেবান অস্ত্রধারীরা যখন শাবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় ২০০ এর বেশি তালেবান নিহত হয়। এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট পোস্টে লিখেছেন, শাবারগান শহরে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এতে প্রায় ২শ’ জনের বেশি তালেবান প্রাণ হারিয়েছেন। এ হামলায় তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়ে গেছে। এর আগে সপ্তাহব্যাপী সংঘর্ষের পর শনিবার সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *