সমাজের আলো : শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের নিজস্ব বাসভবনে নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতি, নলতা শরীফ, কালীগঞ্জ, সাতক্ষীরা এর ম্যানেজিং কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। প্রবীণ গজ ব্যাণ্ডেজ ব্যবসায়ী শ্রদ্ধেয় শিক্ষক মোঃ আব্দুল গফফার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে গজ ব্যাণ্ডেজ ব্যবসায়ী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলামের নাম প্রস্তাব করেন। সাথে সাথে উপস্থিত সকল সদস্য হাত উত্তোলন করে প্রস্তাবে সম্মতি জানান। শুরু হয় কমিটির অন্যান্য পদের নির্বাচন। সকলের সম্মতিতে সহ সভাপতি মোঃ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার, ক্যাশিয়ার বাবু উদয় চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ গোলাম রাব্বানী, তথ্য সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান, ১ নং কার্যকরী সদস্য মোঃ খাদেমুল ইসলাম তুফান, অন্যান্য সদস্য পদে জনাব মোঃ রেজাউল হক, জনাব মোঃ রজব আলী, জনাব মোঃ নাইমুল আহছান টুটুল, জনাব মোঃ আমিনুর রহমান নির্বাচিত হন।

