ফারুক হোসাইন রাজ : সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নে ছয় বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে৷ বিকাল থেকে শিশুর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিশুর বাবা মহিদুল ইসলাম৷মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় ঘটনাটি ঘটে৷শিশুটি দামোদরকাটি মাঠপাড়া এলাকার ইজিবাইক চালক মুহিদুল ইসলামের ছেলে৷

মহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের কাজের উদ্দেশ্যে বাইরে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে বাচ্চা মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাৎক্ষণিক বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় এবং আশপাশে পুকুর জলাশয় সব জায়গাতে খুঁজেও বাচ্চাকে পাওয়া যাচ্ছে না৷ এ সময় তিনি প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেছেন৷

প্রতিবেশী আসমা খাতুন জানান, দুপুরে খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল মেহেদী৷ বিকালে হঠাৎ মা খাদিজা খাতুনের ডাক চিৎকারে বাড়িতে গিয়ে শুনি মেহেদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না৷ পার্শ্ববর্তী সকল ইউনিয়নেও খুঁজেও পাওয়া যাচ্ছে না এমনকি সন্ধান পেতে মাইকিং করা হয়েছে৷কলারোয়া থানা ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আব্দুর রকিব জানান, শিশুর নিখোঁজের ঘটনায় পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়ন৷ তবে অভিযোগ পেলে ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *