সমাজের আলো : ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ এলাকার মরহুম সামছুল হক (রহ.) নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের যৌন নিপীড়নের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসাইন আদেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত অপর শিক্ষক নূর আলী আরাফাতসহ অন্য কোন শিক্ষকের মাধ্যমে ওই মাদ্রাসার কোন শিক্ষার্থী এমন ঘটনার শিকার হয়েছে কিনা তাও তদন্ত করতে বলেছেন আদালত।

