সমাজের আলো : বেকারত্বের হতাশার সুযোগ কাজে লাগিয়ে বিদেশে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার নাম করে ভূয়া নিয়োগ পত্র দেখিয়ে নিরীহ এক বেকার যুবকের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজের প্রভাষক মোঃ আমিরুল ইসলাম(৫০) এর বিরুদ্ধে। প্রভাষক আমিরুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। ঘটনায় ভুক্তভোগী যুবক মোঃ উজ্জ্বল হোসেন (২৭) বাদী হয়ে গত ৫ই সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রভাষক আমিরুল ইসলামকে প্রধান আসামী ও কলারোয়ার মির্জাপুর গ্রামের নূর ইসলাম খোকনের ছেলে নাজমুল হোসেন(৪৫) কে ২নং আসামী করে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং- সি, আর- ২০৫/২১।মামলার বিবরণে জানা যায়, ইউরোপ মহাদেশের সাইপ্রাসে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার নাম করে ভূয়া নিয়োগ তৈরীসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ আব্দুল রশিদের ছেলে উজ্জল হোসেনের কাছ প্রথমে তার পাসপোর্ট ও নগদ ১ লক্ষ টাকা ও পরে বিদেশ যাওয়ার দিন বিমান বন্দর থেকে প্লেনে উঠলে কথা মত বাদী উজ্জ্বলের পিতার নিকট থেকে নগদ ৬ লক্ষ টাকা নেন প্রতারক দালাল মামলার প্রধান আসামী প্রভাষক আমিরুল ইসলাম ও ২নং আসামী নাজমুল হোসেন। তারপর বাদী উজ্জ্বলের পিতাকে মোবাইলে আসামীগণ জানালেন তার ছেলে প্রথমে ৪দিন দুবাই থাকার পর সাইপ্রাসে চাকুরী জন্য যাবে। কিন্তু ভুক্তভোগী বাদী উজ্জ্বল দুবাই প্লেন থেকে নামার পর ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কেউ যখন তাকে নিতে না আসাই তখন তার মনে সন্দেহের সৃষ্টি হয়। উজ্জ্বল তখন অসহায় পড়লেন ও বুঝতে পারলেন সে প্রতারণার শিকার হয়েছেন। উজ্জ্বল সকল ভূয়া নিয়োগ পত্র ও কাগজপত্রাদী নিয়ে জীবন বাঁচানোর জন্য সেখানে থাকা সম্পর্কের মামার সহযোগিতায় প্লেনের টিকিট কেটে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন। বাড়িতে ফিরে যাবতীয় খরচসহ আসামীগণের কাছে ৮ লক্ষ ২০ হাজার টাকা ফেরৎ চাইলে আসামীরা বলেন কীসে টাকা, কোথাকার টাকা?। ভুক্তভোগী উজ্জল তার উল্লেখিত অর্থ ফেরৎ পাওয়ার লক্ষে ঘটনার স্বাক্ষী ও উক্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন দালাল চক্রের প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবার।এ ঘটনায় বিজ্ঞ আমলী আদালত নং- ০৪ (কলারোয়া), সাতক্ষীরার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব রায় আদালতে অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *