সমাজের আলো : সাতক্ষীরা সদরের ধুলিহর ভূমি অফিসের সাবেক নায়েব রফিকুল ইসলাম ও মোখলেস আলী এবং কথিত ঝাড়–দার (অফিসের প্রধান দালাল) মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।৫ সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষে সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মুকুল হোসেনসহ কয়েকজন জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ জানা গেছে, গত কয়েক বছর পুর্বে ধুলিহর ভূমি অফিসের নায়েবের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। সে সময় রফিকুল ইসলাম তার ঘুষ বাণিজ্যের জন্য স্থানীয় মিজানুর রহমানকে অফিসের ঝাড়–দার হিসেবে কাজে লাগান। পরবর্তীতে নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীনের কাছে অভিযোগ দায়ের করলে তিনি রফিকুলকে অন্যত্র বদলী করেন। দালাল মিজানুরকে ভুমি অফিসে প্রবেশ করে নিষেধ করেন। সেখানে যোগদান করেন নায়েব মোখলেছুর রহমান। তিনি যোগদানের পর রফিকুলের সুপারিশে আবারো ঘুষ আদায়ের জন্য দালাল মিজানুরকে ঝাড়–দার হিসেবে যোগদান করান। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করে নায়েব মোখলেছ ও দালাল মিজানুর। পরে নায়েব মোখলেছ দালাল মিজানুরকে পুনরায় ঝাড়–দারের কাজ দেন। সে সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তৎকালিন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ঘুষ গ্রহণের অভিযোগে হাতে নাতে আটক। নায়েব মোখলেছকে সাময়িক বরখাস্ত করেন ।দালাল মিজানুরকে ভূমি অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।




Leave a Reply

Your email address will not be published.