সমাজের আলো : মানিকগঞ্জে পুলিশ কনস্টেবল মাসুদ রানার স্ত্রীকে হত্যার ৪ দিনের মধ্যে হত্যার রহস্য উন্মোচনসহ সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোমল পানীয় খাইয়ে অচেতন করে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে।বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন-রাজবাড়ি জেলার আখি মনি লিপি (২০), তার স্বামী মো. কবির হোসেন (৩০), রিয়াজ উদ্দিন (২৬) ও বগুড়া জেলার শাকিল হাসান (১৯)।পুলিশ সুপার জানান, গত ১০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় ভাড়া বাড়িতে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের পর হাত-পা ও মুখ বেঁধে গলায় গামছা পেঁচিয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়। টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

তিনি জানান, ওই গৃহবধূর পূর্বপরিচিত ও বান্ধবী লিপি আক্তার (২০) ও তার স্বামী মো. কবির হোসেন (৩০) দুইজনই ছিলেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। পরিকল্পনা অনুযায়ী লিপি শুক্রবার তার বাড়িতে আসেন। ওইদিন রাত ১০টার দিকে পুলিশ সদস্যের ছেলে ও মেয়ে ঘুমিয়ে পড়লে তার তিন সহযোগীকে বন্ধুর পরিচয় দিয়ে বাড়িতে ঢোকায়।আড্ডা দেওয়ার এক পর্যায়ে তারা পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ঘুমের ওষুধমিশ্রিত কোমল পানীয় খাওয়ায়। এরপর অজ্ঞান হয়ে গেলে রিয়াজ নামের একজন আসামি তাকে ধর্ষণ করে। পরে তারা তার হাত-পা, মুখ বেঁধে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ভোর ৪টার দিকে চারজনই বাড়ি থেকে বেরিয়ে যায় বলেও জানান তিনি।

এদিকে হত্যা মামলার তদারকি কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, হত্যাকাণ্ডটি ছিল ‘ক্লুলেস’। এদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন, একটি স্বর্ণের পায়েল, তিনটি স্বর্ণের কানের রিং, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি স্বর্ণের লকেট, দুইটি স্বর্ণের দুল, একটি রুপার নূপুর ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *