সমাজের আলো : কলারোয়ায় ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ও গেজেট ঘোষণা স্থগিত পূর্বক ৪টি কেন্দ্রে ভোট পুনঃগনায় দাবীতে জানিয়েছেন এক স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়ত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র মো: আব্দুল মান্নান। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান। আমি দলীয় প্রতীক না পাওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চশমা প্রতীকে নির্বাচনে দাঁড়ায়। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মাহাবুবুর রহমান মফে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। সে ষড়যন্ত্র মূলকভাবে নির্বাচনের শেষে ফলাফল ঘোষণার সময় জোর পূর্বক আমার ভোট তার অনুকূলে নিয়ে বিভিন্ন অনিয়ম করে এবং আমার বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী রেজাল্ট শীট এজেন্টদের স্বাক্ষর বিহীন জোর পূর্বক কিছু ভোট কেন্দ্রে দিয়েছে আবার কিছু কেন্দ্রে দেয়নি।

তিনি বলেন আমি স্বতন্ত্র প্রার্থী (চমশা প্রতীক) গত ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয় কিন্তু ভোট গণনার সময় অত্র ইউনিয়নের ১, ৩, ৪ ও ৯নং ওয়ার্ডে আমার নির্বাচনী এজেন্টদেরকে না রেখে ভোট গণনা করে এবং পরে জোর পূর্বক বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেয়। সেখানে আমার চশমা প্রতিকের ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মাহবুবুর রহমান মফে (নৌকা প্রতীক) জোর পূর্বক আমার ভোট তার অনুকুলে নিয়ে বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে প্রায় ছয় সাতশত আমার চশমা প্রতীকের বেলট পেপার নিয়ে সে বিজয় হয়। উক্ত ৪টি কেন্দ্রে ৩৫০ ভোটের ব্যবধানে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। তাই ৪টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল পূনঃ গণনা না করা পর্যন্ত নির্বাচনী গেজেট স্থগিত করার সবিনয় অনুরোধ জানাচ্ছি।এব্যাপারে তিনি উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক নির্বাচনী গেজেট স্থগিত ও ভোট পূণঃ গণনা করার জন্য ন্যায় বিচার পেতে নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *