সমাজের আলোঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতিতে তিন হাসপাতাল ঘুরেও ঠাঁই না হওয়ায় ভারতের কলকাতায় ঠাকুরপুকুরে এক পরিবারের মা-বাবা ও ছেলে আ’ত্মহ’ত্যা করেছেন।
মঙ্গলবার (৯ জুন) নিজ বাড়ি থেকে তাদের ‘ম’র’দেহ উ’দ্ধার করেছে পুলিশ।
তিন জনই বি’ষ পানে আ’ত্মহ’ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লা’শের পাশে বি’ষের বোতল পাওয়া গেছে। পাশে ঘরের মেঝেতে লেখা রয়েছে,।সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গোবিন্দ কর্মকার (৮০), তার স্ত্রী রুনু কর্মকার (৭০) এবং ছেলে দেবাশিস কর্মকারকে (৫০) মৃ’ত অবস্থায় উদ্ধার করে।
