সমাজের আলো  : সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সকালে পাঠানো হবে ব্যালট পেপার। বুধবার দুপুর থেকে নির্বাচনী সামগ্রী প্রদান শুরু হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন। এদিকে, নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োজিত রেখেছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪২৯ জন। সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *