সমাজের আলো : সদর উপজেলার আলীপুরে ট্রাক চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আলিপুর নাথপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে রাসেল (১৬)। সে আলীপুর হাটখোলা হতে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নাথপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) তাকে চাপা দেয়। দূর্ঘটনার সাথে সাথে ঘটনা স্থলে কিশোর রাসেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সদর থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণ সহ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছিল।

