সমাজের আলো : তিন দলীয় টুর্নামেন্টে পাওয়া ভারতের বিপক্ষে জয় আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। টিম হিসেবে ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে বিশ্বকাপেও সাফল্য ধরে রাখা সম্ভব বলেও বিশ্বাস এই নির্বাচকের।ভারত অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দুটি দলকে হারিয়ে বুধবার (৮ ডিসেম্বর) দেশে ফেরে বাংলার যুবারা। কলকাতায় দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করায় রাকিবুল বাহিনীর চোখে মুখে ছিল রাজ্যের স্বস্তি। প্রতিটি ম্যাচেই আশা জাগানিয়া পারফর্ম করে দলের জয়ে ভূমিকা রাখেন আইচ মোল্লা-ফাহিম-ইফতেখাররা।

যুবাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ক্রিকেটারদের ফর্মে থাকার ব্যাপারটি স্বস্তি দিচ্ছে শিপনকে। তাই তো ভারতের বিপক্ষে জয় আসন্ন এশিয়া কাপে যুবাদের আত্মবিশ্বাস জোগাবে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের বিপক্ষে জয় আমাদের জন্য দারুণ একটা ইতিবাচক দিক। আমরা এখন যে কোনো দলের সঙ্গেই খেলতে প্রস্তুত। এই আত্মবিশ্বাস আমাদের এখন এসেছে।যুবাদের এই দলটিতেই রয়েছেন গত বছর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব। এদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের গভীরতা বৃদ্ধি করেছে। শিপনও মনে করছেন রাকিবুল-সাকিবকে দলে নেওয়া বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। তিনি বলেন, রাকিবুল এবং সাকিবকে দলে পাওয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। এর কারণে আমাদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী হয়েছে।সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটে সিরিজ জিতেছিল টাইগার যুবারা। যদিও শ্রীলঙ্কায় গিয়ে লজ্জার হার নিয়ে দেশে ফিরেছিল তারা। এই ধারা কাটিয়ে রাকিবুলরা আবার জয়ের ধারায় ফিরেছেন। বিষয়টি ইতিবাচক হিসেবে নিচ্ছেন শিপন। তিনি বলেন, আমাদের সাম্প্রতিক দুটি সিরিজ খুব ভালো কেটেছে। ব্যাটাররা যারা রান পাচ্ছিল না তারাও এখন রান করছে। এটা খুবই ইতিবাচক দিক। অধিনায়ক হিসেবে রাকিবুল দারুণ নেতৃত্ব দিয়েছে দলকে। সে জানে কীভাবে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়। এই দক্ষতা ওর আছে।২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিলো আকবররা। এবারও সাফল্য ধরে রাখলে দল। এমনটাই বিশ্বাস নির্বাচকের। শিপন বলেন, শিরোপার ব্যাপারটিকে আমরা মাথায় নিচ্ছি না। আমাদের কাজ হচ্ছে ম্যাচ বাই ম্যাচ ইম্প্রোভ করা এবং ভালো পারফর্ম করা। আমাদের দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে। আমি কারও নাম নিতে চাই না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *