সমাজের আলো : জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সকল প্রেমের সেরা প্রেম দেশ প্রেম। আমাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে আমরা এগোতে পারবোনা।তিনি আরও বলেন, মানব সেবার চেয়ে বড় সেবা আর নেই, আমরা লিগ্যাল এইড’র মাধ্যমে সেই সেবা দিয়ে যাচ্ছি। আমরা চাই সরকারের এই সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে। সাধারণ মানুষ যেন অর্থের অভাবে আইনি সেবা থেকে বঞ্চিত না হয় উল্লেখ করে তিনি আরও বলেন, লিগ্যাল এইড অফিসকে মানুষের আস্থা ও ভরসাস্থলে পরিণত করতে হবে। আর এজন্য সকলকে মানব সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান তিনি।সোমবার বিকেল ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পিপি এড. আব্দুল লতিফ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ. ক. ম রেজওয়ান উল্যাহ সবুজ। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, জেলর রাকিব হোসেন, অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, উত্তরনের এড. মুহা: মুনিরুদ্দীন, সাকিবুর রহমান বাবলা, বরসার সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, স্বদেশ’র আজাহারুল ইসলাম, রাজিব কামালসহ আরও অনেকে। সভায় প্যানেল আইনজীবীদের বিল প্রদান, লিগ্যাল এইড অফিসে জেল খানা সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা হতে প্রেরিত আবেদন এবং আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনাসহ সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

