সমাজের আলো : সাতক্ষীরা শহরের রইচপুরে উদ্ধারকৃত ৫৮০ বিঘা খাস সম্পত্তি ভূমিহীনদের মাঝে বন্টরের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি। সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এ স্মারক লিপি প্রদান করেন তারা। স্মারক লিপিতে জেলা ভূমিহীন সমিতি বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অন্যতম জেলা।এ জেলায় প্রায় ৭৯ হাজার একর খাস সম্পত্তি রয়েছে। যেগুলোর অধিকাংশই ভ‚মিদস্যুরা জোরপূর্বক দখল করে ভোগ দখল করে যাচ্ছেন। অন্যদিকে মাথা গোজার ঠাঁই না পেয়ে বিভিন্ন খালের পড়ে, রাস্তার ধারে টোং তৈরি করে মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন ভ‚মিহীন হাজার হাজার পরিবার। বিগত ২০১৭ সালে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন মরহুম ইমাম আলীর দখলে থাকা শহরের পলাশপোল মৌজায় ১নং খাস খতিয়ান ভুক্তভোগী ১২৮০, ৪২৩৮, ৮২৩১, সাবেক দাগ ১৪০০, রইচপুর এলাকার ৫৮০ বিঘা সম্পত্তি উদ্ধার করেন। সম্পত্তি ভূমিহীনদের মাঝে বন্টনের জন্য সেসময় সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির পক্ষ থেকে তৎকালিন জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও দু:খজনক বিষয় হলো উদ্ধারের পর মৌখিকভাবে সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজনকে। সেই সুযোগ কাজে লাগিয়ে উক্ত সম্পত্তির ৯০ বিঘা দখলে রেখেছেন তারা। রুহুল কুদ্দুস নামের একজন ৭৫ বিঘা সম্পত্তির ঘের করেন। বাকী ৪১৫বিঘা সম্পত্তি বিভিন্ন ব্যক্তিদের কাছে বার্ষিক হারি হিসেবে প্রদান করা হয়েছে। সম্পত্তির দেখাশোনার দায়িত্ব নিয়ে অবৈধভাবে একাধিক ব্যক্তিদের কাছে খাস সম্পত্তি লীজ দেওয়ার নামে টাকা উত্তোলন করা হচ্ছে। সরকারি সম্পত্তি অবৈধ দখল করে এবং লীজ বাণিজ্য করে প্রতিবছর কোটি কোটি আত্মসাত করা হচ্ছে। সম্প্রতি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সাতক্ষীরা জেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিঘা প্রতি ৪ হাজার টাকা উত্তোলন করা হচ্ছে। এই সিন্ডিকেটের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের কতিপয় কর্মচারী জড়িত রয়েছে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জন্য মুজিববর্ষের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। ইতোমধ্যে সাতক্ষীরায়ও অনেক ভূমিহীন মুজিববর্ষের গৃহ পেয়েছেন। কিন্তু তারপরও হাজার হাজার ভ‚মিহীন রয়েছে। পক্ষান্তরে অনেক ভ‚মিহীনরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই প্রচন্ড শীতের মধ্যে কেউ কেউ বেড়িবাঁধের উপর পলিথিন টানিয়ে পরিবার নিয়ে অতিকষ্টে বসবাস করছে। উক্ত খাস জমি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি দেড় বিঘা খাস জমি বন্টন করা হলে সাতক্ষীরা জেলায় একটি পরিবারও ভূমিহীন থাকবেনা, থাকবেনা ভ‚মিহীন ভ‚মিদস্যুদের মধ্যে বিরোধ, সাতক্ষীরা হবে শান্তির জেলা, মডেল জেলা, এটি হবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভ‚মিহীনদের জন্য একটি অবিস্মরনীয় ঘটনা হয়ে থাকবে বলে মনে করেন তারা।এসময় সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদসহ জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published.