সমাজের আলো :- সাতক্ষীরা জেলার উপজেলায় ভোটগ্রহণ চলছে। কালিগঞ্জ উপজেলায় বারটি ও শ্যামনগর উপজেলায় বারটি ইউনিয়নে সকাল আটটা থেকে শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক। এখনো পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট কেন্দ্র গুলোতে ভোট্র উপস্থিতির হার অত্যন্ত কম। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বোরো ধান কাটার মৌসুম, বিএনপিসহ সমমনা দল গুলোর ভোট বর্জন এবং সরকারী দলের নেতাদের নিজেদের মধ্যে ভাগাভাগির এই নির্বাচনে সাধারণ ভোটারদের আগ্রহ কম – সব কিছু মিলে এই নির্বাচনে ভোটারদে ভোট কেন্দ্রে উপস্থিতির হার কম হবার কারন। তবে দুপুরের পরে হয়ত ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। খোজ খবর নিয়ে জানা গেছে সকাল থেকে দুপুর ১ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট কাস্টিং এর হার ১৫ থেকে ২০ শতাংশের বেশি নয়।

জেলা প্রশাসক হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বলেন সকালে বৃষ্টি হয়েছে এজন্য ভোটার উপস্থিতি একটু কম ।তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *