সমাজের আলো :-১২ দফা দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাতক্ষীরা : “বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই” “বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এই স্লোগানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, চাকুরী স্থায়ীকরন, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে সাতক্ষীরায় ৪র্থ দিনের মত পালিত হচ্ছে দিনব্যাপী কর্মবিতরি।

বুধবার (৮ মে) সকাল ১০ টায় সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি প্রধান কার্যলয়ের সামনে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতা কর্মচারীর ব্যানারে দিনব্যাপী এ কর্ম বিরতি পালন করেন আন্দোলনরত কর্মকতা কর্মচারীরা

এতে অংশ নেয় জেলার ৭ টি উপজেলার বিভিন্ন অফিসের বিলিং সহকারী, লাইনম্যান লেভেল-১, মিটার রিডারে কর্মরত প্রায় সাড়ে ৭শ কর্মকতা কর্মচারী।
এ সময় আনদোলনকারী বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিসি) বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভারটাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়সংগত কর্মপরিবেশ তৈরিসহ ১২ দফা দাবি তুলে ধরেন তারা। আন্দোলনকারীরা
পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান সস্বলিত প্লেকার্ড উঁচিয়ে থেমে থেমে তাদের দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের দাবী মেনে না নিলে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *