নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে স্কুল পরিচালনা পরিষদের কমিটি গঠনে চরম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার ওই স্কুলের ৯ম শ্রেণিতে পড়–য়া সোনিয়া আক্তার তুলির পিতা কামারালী গ্রামের দাউদ সরদারের ছেলে মুনছুর আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক কর্তৃক জারিকৃত দবিএ-৬/৬৬৪৯/১১৯৪(১০) নং স্বারক মোতাবেক অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান শিক্ষক স্কুলের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন। যার মধ্যে গত ৭ জানুয়ারী সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা প্রত্রিকায় (যার প্রচার সংখ্যা খুবই কম) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কলারোয়া উপজেলায় যার গ্রাহক সংখ্যা ২০ জনের মত। তারপরেও ওই প্রধান শিক্ষক সকালে গিয়ে পত্রিকা পরিবেশকদের নিকট থেকে সবগুলো কাগজ নিজে কিনে নেয়। যাতে কেউ না জানতে পারে। তবে ওই পত্রিকায় উল্লেখ করা হয় কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ১৬ জানুয়ারী। প্রত্যাহারের তারিখ ২০ জানুয়ারী এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ২ ফেব্রæয়ারী। নিয়মানুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিভাবক সদস্য নির্বাচনের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানানো। স্কুল নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া। এর আগে ভোটার তালিকা প্রস্তুত করা। শিক্ষকদের জানানো। কিন্তু ওই প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে পকেট কমিটি তৈরী করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে নিজের পছন্দের ৫ জন শিক্ষার্থী অভিভাবকদের দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করান। যাহা ইতোমধ্যে বাছাই সম্পন্ন হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্কুলের অন্যান্য অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং যে কোন সময় একটি অপ্রিতিকর ঘটনা ঘটতে পরে। এমতাবস্থায় ওই প্রধান শিক্ষক যাতে দ্দেশ্যেপ্রনোদিত পকেট কমিটি না করতে পারে এবং যাতে পূনঃতফসিল ঘোষনা হয় তার ব্যবস্থা করতে স্কুলের শিক্ষার্থী অভিবাবকরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন। প্রধান শিক্ষক আব্দুর সাত্তার বলেন, নিয়ম মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তিসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। কোন অনিয়ম বা দূর্নীতি করা হয়নি। ওই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল বলেন, স্কুলের কমিটি গঠনের বিষয়ে আমিসহ অনেক শিক্ষক জানেন না। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *