সমাজের আলো : মঙ্গলবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা জোড়দিয়া আশ্রয়ন প্রকল্পে খাদ্য সহায়তা প্রদান করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড এর অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব অর্থায়নে ব্যাংদহা জোড়দিয়া মৌজায় মরিচ্চাপ নদীর দক্ষীন পাশে বাংলাদেশ সেনাবাহিনির সদস্যদের তত্বাবধানে নির্মিত হয় আশ্রয়ন প্রকল্প। ২, প্রকল্পটি ২০১৪ সালে নির্মিত হওয়ার পর ২০ টি ব্যারাকে ১০০ টি গরিব অসহায় পরিবার যাদের মাথা গোজার ঠাই ছিলনা সেই সমস্ত পরিবার বসবাস করে আসছে। কোভিড ১৯ এর কবলে পড়ে গরিব অসহায় পরিবার গুলো একের পর এক সমস্যায় পড়ায় হতদরিদ্র ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।এসময় উপস্হিত ছিলেন সদর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান,ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক।

