সমাজের আলো : ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পন্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি’র প্রতিবাদে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষনা করাহয়।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব এ এস এম মাকসুদ খান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান, আমদানি-রপ্তানিকারকদের মধ্যে শাহানুর ইসলাম শাহীন,দীপঙ্কর ঘোষ, জি এম আমির হামজা, ভোমরা স্থলবন্দর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, লেবার সংগঠনের মধ্যে রেজিং নং- ১৭২২ সভাপতি মো. সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন, রেজিং নং-১৯৬৪ সভাপতি মো. আশরাফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, রেজিং নং-১১৫৯ সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, রেজিং নং-১১৫৫ সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস্ শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারি পার্কিংগুলোতে সিরিয়ালের নামে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। যা প্রতি পণ্যবাহী ট্রাকের জন্য ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। ফলে, বাংলাদেশীয় আমদানীকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। যার জন্য ভারত থেকে আনা আমদানিজাত পণ্যের মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় ভোমরা বন্দরে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা এ বন্দর ত্যাগ করছে। এই বন্দর থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এই স্থলবন্দরটি বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই একত্রিত ভাবে সকল সংগঠনের সাথে নিয়ে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পন্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধ করা হবে। সভায় লাগাতার আন্দোলনের কর্মসূচি পক্ষে মতপ্রকাশ করেন বক্তরা।

এছাড়া ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারী স্থানীয় ও জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের লাগাতার কর্মসূচি মধ্যে রয়েছে আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বন্দর ব্যবহারকারী স্থানীয় ও জেলার বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা। ২৯ জানুয়ারি শনিবার শনিবার সকাল ১০টা থেকে দু’ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন। ৩০ জানুয়ারি রবিবার তিনঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন। ৩১ জানুয়ারি সোমবার চারঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন। এছাড়া এই চাঁদাবাজী যদি বন্ধ না হয় তবে, আগামী ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করাহবে বলে জানান সংগঠনটি আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।




Leave a Reply

Your email address will not be published.