রাকিবুল হাসান : অগ্রণী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা সুন্দরবন শাখা এর উদ্যোগে মঙ্গলবার প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। অগ্রণী ব্যাংক লিমিটেড সুন্দরবন শাখা এর হলরুমে এ ঋণ বিতরণ করা হয়। এ দিন ১১ জন কৃষকের মাঝে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ বিতরণ হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড, সুন্দরবন শাখার ব্যবস্থাপক ধর্মদাস সরকারের সভাপতিত্তে অনুষ্ঠিত উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকটির সাতক্ষীরা সহকারি মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, এস এম ইসরাফিল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা। ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি এসএম ইসরাফিল হোসেন বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের যে ম্যান্ডেট অগ্রণী ব্যাংক তাতে সব সময় অগ্রনী ভূমিকা পালন করতে চাই। এ কারণে অগ্রণী ব্যাংক নিয়মিত সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করে থাকে।

তিনি উপস্থিত কৃষকদের নিয়মিত ঋণ পরিশোধ করে আবাবো প্রয়োজনের সময় ঋণ গ্রহনের আহ্বান জানান। বিশেষ অতিথি অসীম কুমার মৃধা বলেন কৃষক স্বল্পসুদে ঋণ পেয়ে অনেক উপকৃত হচ্ছে, তবে ঋণের পরিমাণ টা বাড়িয়ে ৫০ হাজার টাকা করলে আমার মনে হয় কৃষকের পক্ষে ভালো হয়। বর্তমান সরকার সব সময় কৃষকদের উন্নতির চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে কৃষকরা কৃষিকাজ করতে প্রয়োজনীয় সবকিছু অতিতের যে কোন সময়ের চেয়ে অত্যন্ত সহজে পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক সময় ব্যাংকে মানুষ ঋণ পেতে ধরনা দিত এখন ব্যাংকই মানুষের কাছে ঋণ গ্রহনের আহ্বান নিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের নিয়মিত ঋণ পরিশোধের তাগিদ দেন। সভাপতি শাখার ব্যবস্থাপক ধর্মদাস সরকার বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সুন্দরবন শাখা সাতক্ষীরা শাখাটি একটি কৃষি ঋণ ভিত্তিক শাখা। এ শাখা থেকে শ্যামনগর থানাধিন বিভিন্ন এলাকায় কৃষি ঋণ বিতরণ করা হয়। তিনি কৃষকদের ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগানের আহ্বান জানান। কৃষকদের যেকোনো প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন। সভায় কৃষকদের পক্ষ থেকে শাখা কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও সহজ শর্তে ঋণ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.