সমাজের আলো ঃ পানিতে ডুবে সহিদ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১২ ) দুপুরে কলারোয়ার উপজেলার দেয়াড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সহিদ দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের সায়েম সরদারের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে সবার অজান্তে সহিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে সহিদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে সহিদ এর লাশ উদ্ধার করা হয়।
দেয়াড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুর রহমান (মফে) শিশু সহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

