সমাজের আলো : ৩ সন্তানের মা। বয়স৩৮ গৃহবধু জোছনা বেগম, পিরোজপুরের যুবক রুবেলের হাত ধরে ঘর ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ এপ্রিল) ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনায় গৃহবধুর স্বামী আশরাফ গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ-টিউবঅয়েল বসানোর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক পিরোজপুরের জিয়ানগর উপজেলার গাজীপুর গ্রামের মো: খোকনের পুত্র রুবেল (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নদী সংলগ্ন নূর ইসলামের পুত্র আশরাফ গাজীর বাড়িতে আসে।
এ সময়ে বাড়ির মালিক ইটভাটা শ্রমিক আশরাফ গাজী কাজের সুবাদে দুই সন্তান রবিউল (১৮) ও আমিনুর (১২)সহ বরিশাল জেলাতে অবস্থান করছিল। বড় দুই পুত্র ও স্বামী আশরাফের অনুপস্থিতিতে টিউবয়েল শ্রমিক রুবেলের সাথে জোসনা বেগমের ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় এবং সুযোগ বুঝে রুবেলের হাত ধরে গৃহবধু জোসনা বেগম ৮ বছরের কন্যা সন্তান মরিয়ম কে রেখে গত শনিবার ভোর রাত্রে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ উধাও হয়ে যায়।
এদিকে গৃহবধুর স্বামী আশরাফ জোসনা বেগমের উধাও এর খবর জানতে পেরে বরিশালের ইটভাটা থেকে দুই পুত্র সহ বাড়ীতে ফিরে ৮ বছরের একমাত্র কন্যা মরিয়ম ও দুই পুত্র রবিউল, আমিনুরকে নিয়ে বিপাকে পড়েছেন।
নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল তার সবকিছুই নিয়ে রুবেলের সাথে চম্পট দিয়েছেন স্ত্রী। এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান, ইতোপূর্বে জোসনা বেগম একাধিক ব্যক্তির সঙ্গে পাড়ি জমিয়েছেন কিন্তু স্বামী আশরাফ দুই পুত্র ও এক কন্যা সন্তানের কথা বিবেচনা করে সালিশ মিমাংশার মাধ্যমে স্ত্রীকে মেনে নিয়েছেন।
প্রায় ২০ বছর পূর্বে শ্যামনগর উপজেলার কাশীমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের মো: তোফায়েল সরদারের কন্যা জোসনা বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেগ কালিকাপুরের আশরাফ গাজীর বিবাহ হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *