যশোর অফিস : শহরের হযরত গরীবশাহ রোডস্থ সাব-রেজিষ্ট্রারের কার্যালয় সংলগ্ন লাকী বুটিকস নামক প্রতিষ্ঠানে সিলিং কেটে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা গভীর রাতে প্রতিষ্ঠানে ঢুকে বিভিন্ন নতুন জামা কাপড়,থ্রীপিস, বাচ্চাদের ড্রেস,খেলনা,চামড়ার হ্যান্ডব্যাগ,কসমেটিকসসহ দেড়লাখ টাকার মালামাল চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গত ১ মে শনিবার সকালে উক্ত প্রতিষ্ঠানের মালিক সুরাইয়া সুলতানা লাকী বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় লাকী বলেন,গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় তিনি তার প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের পিছনে তার বসত বাড়িতে তিনি চলে যান। রাত সাড়ে ১১ টায় তার বাড়ির সকলে রাতের খাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ে। পরের দিন ১ মে সকাল সাড়ে ৭ টায় তিনি তার দোকানে যেয়ে দোকানের মধ্যে প্রবেশ করে দেখতে পান দোকানের মালামাল তছনছ করা। দোকানের টিনের চালের টিন কেটে হার্ডবোর্ডের সিলিং ভাঙ্গা। দোকানের মধ্যে সর্বমোট দেড়লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়ে গেছে। তিনি স্থানীয় প্রতিবেশী লোকজনরদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন ও তার জোর সন্দেহ হয় সড়ক ভবনের নাইটগার্ড সবুজের সহায়তায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার প্রতিষ্ঠানে ঢুকে চুরি সংঘঠিত করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *