সমাজের আলো : আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী পালিয়েছে। গতকাল থেকে এলাকায় দেখ যাচ্ছে না। বিদ্যালয়ে যান নি তিনি।
প্রসঙ্গত এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরদ্ধে। প্রধান শিক্ষক ওই ছাত্রীর মেসেঞ্জারে আপত্তিজনক চ্যাটকরেন।
ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে কয়েকজন। প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে ছাত্রীর পরিবারকে মোটা অংকের অর্থ দিয়ে ধামাচাপা দিতে জোর তদবির চালাচ্ছেন বলে স্থানীয়ভাবে সর্বশেষ জানা গেছে। ওই ছাত্রী কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি শংকর বাইনের বোনের মেয়ে, বর্তমানে কোদন্ডা গ্রামে তার মামা শংকরের বাড়িতে থেকে লেখা-পড়া করে।
