তালা প্রতিনিধি : বে-সরকারী সংস্থা উত্তরণ এর পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুরের ২ ও ৩নং কলোনীতে বসবাসকারী ১১০ জন ছাগল পালনকারী উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। জীবনযাএার মান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য জিআইজেড এর কারিগরী সহায়তায় ইউরোপীয় ্ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি পর ইকোনিক ডেভেলপমেন্ট ও কোপারেশন (বিএমজেড)এর অর্থায়নে উত্তরণের ইউএমআইএমসিসি এবং ইউএমএলএল প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৭ মে) বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এবং জিআইজেড এর উপেদষ্টা রতন মানিক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান,উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের ফিল্ড অর্গানাইজার এনামুল হকসহ সিডিসি এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক ৫৯ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে এবং হেইপার নতুন উপকারভোগীর মাঝে ৫ কেজি করে গমের ভূষি বিতরণ করা হয়। এছাড়া প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রাইমারী উপকারভোগীর কাছ থেকে ১টি ছাগী নতুন হেইপার উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.