আশরাফুল ইসলাম : দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে ৮তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটা উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শুক্রবার ২৭ মে, ২২ ইং তারিখ দিনব্যাপী মাঝ পারুলিয়া ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব মন্ডল, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডাঃ আরাফাত আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অহিদুজ্জামান, সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাঃ শামীম হোসেন, গাইনী বিশেষজ্ঞ সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ রেহানা বেগম। উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত পাঁচশত জন রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন। এছাড়াও সাতক্ষীরা মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *