সমাজের আলো : হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্ম বার্ষিকী ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠার এক দশক পূর্তি উদযাপন উপলক্ষ্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ মে) বেলা ১২ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন, ডা. সিরাজুল হক খান, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. হাবিবুর রহমান, প্রভাষক মো. আককাজ আলী, কাজীরহাট কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংবাদকর্মী ডা. মো. শফিকুর রহমান, ডা. শামছুর রহমান, কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল, ডিপলেড প্রতিনিধি মোঃ কউছার আলী প্রমুখ।

