সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে শিক্ষক নিয়োগের বাণিজ্য করার পায়তারা অভিযোগ উঠেছে। চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৭৬ সালে স্থাপিত হয়।
স্থানীয়রা জানান, চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার (শিক্ষক) ২০২০ সাল অবসরে যাওয়ায় প্রায় দুই বছর যাবত সুপার পদে একজজন শিক্ষক শুন্য রয়েছে। আর এই শুন্য পদে ২০২০ সাল থেকে মাদ্রাসার সহকারী সুপার শিক্ষক গোলাম রব্বানী ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে সুপার পদে নিয়োগের জন্য দুই বছরে মধ্যে তিন বার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু এই পদে নিয়োগের বিষয়ে দুই বছরের মধ্যে কেউ সাড়া দেয়নি। তাই ইতোমধ্যে ওই মাদ্রাসার সহকারী সুপার গোলাম রব্বানী ওই সুপার শিক্ষক পদে আসতে চাইলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলি ও মাদ্রাসার শিক্ষক মহিদুর রহমান তাকে নানা রকম ভয়ভীতি কথাবার্তা বলে তাকে থামিয়ে রাখে। যাহাতে মোটা অংকের বাণিজ্য মাধ্যমে মাদ্রাসার বাইরে থেকে একজন সুপার পদে শিক্ষক নিয়োগ দিতে পারেন। তাই সহকারী সুপার গোলাম রব্বানীকে সুপার পদে নিয়োগ দিতে তারা আগ্রহী নয়। তাই এবারও বাইরে থেকে সুপার পদে শিক্ষকের নিয়োগের বাণিজ্য করার পায়তারা করছেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলি এমন অভিযোগ করেন স্থানীয়রা। তবে সুপার পদে যাওয়ার বিষয়ে সহকারী সুপার গোলাম রব্বানী স্বীকার করলেও চাকরি যাওয়ার ভয়ে সভাপতির নানা রকম ভয়ভীতির কথাবার্তার বিষয়ে প্রতিবেদকের সাথে স্বীকার করেননি তিনি।
স্থানীয়রা আরো জানান, বিগত দিনে ২০১৯ সালে এই দাখিল মাদ্রাসার আয়া ও সিকিউরিটি গার্ড পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন অত্র মাদ্রাসার সাবেক সুপার। এই নিয়োগে মাদ্রাসার শিক্ষক মহিদুর রহমান ও সাবেক কমিটির দাতা সদস্য মাদুদ আলি নিয়োগ প্রতিনিধি দায়িত্ব পালন করে। আর বে-আইনীভাবে তৎকালীন বহিরাগত ও মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলি নাকি নিয়োগ প্রতিনিধি ছিলেন। এই মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন আয়া পদে একই এলাকার শাহিনা খাতুন ও সিকিউরিটি গার্ড পদে ইসরাঈল হোসেন। আর আয়া পদে শাহিনা খাতুন ও সিকিউরিটি গার্ড পদে ইসরাঈল হোসেনকে নিয়োগ দেওয়ার জন্য তৎকালীন নিয়োগের প্রতিনিধি দায়িত্ব মহিদুর রহমান, মাসুদ আলি ও বহিরাগত ইউনুস আলি নেতৃত্বে গোপনে তাদের কাছ থেকে মোট ১১ লাখ টাকার বাণিজ্যের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়।

