সমাজের আলো ঃ কলারোয়ার নিজাম উদ্দীন হত্যা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ভিন্ন তথ্য মিলছে। মুল তথ্য মিলতে পারে তহমিনার মোবাইল থেকে নিজাম উদ্দীনের কাছে মোবাইল ফোনে কথা নিয়ে।
নিহতের ছেলে গোলাম রসুল দাবি করছে তহমিনা খাতুন তার পিতাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে দিয়েছে।
গোলাম রসুল বলেন ঘটনার রাতে তার পিতার কাছে রাত ১১ টা -৩২ মিনিটে মোবাইলে কল দিয়ে কথা বলেন তহিমিনা। এরপরে তার পিতা ওই বাড়িতে যান। এরপরে তার কাছে থাকা টাকা লুট করে তাকে হত্যা করা হয়। তহমিনা আগেও তার পিতার কাছ থেকে টাকা নিয়েছে।

