সমাজের আলো : র্যাবের অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক হয়েছে। ৭ জুলাই র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে অভিযান পরিচালনা করে। এসময় উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের মৃত কেরামত আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪৭) ও মৃত মজিদ গাজীর ছেলে মো: নবাব আলী গাজী (৩৫) কে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করে।
