আশরাফুল ইসলাম ঃ দেবহাটা থানায় পুলিশি অভিযানে ভ্যানগাড়ী চুরির ৬ ঘন্টার মধ্যে ২জন চোর গ্রেফতার ও চোরাই ২ টি ভ্যানগাড়ী উদ্ধার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৭/২০২২ তারিখ, দিবাগত রাত এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই(নিঃ) শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর সখিপুর গ্রাম থেকে শ্যামনগর,গ্রাম- কাশিবাড়ী আবুল কাশেম ছেলে ১. শাহাজান আলী (৩৬) জেলা -সাতক্ষীরাকে রাত্র অনুমান ১টার দিকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর আসামী শ্যামনগর,গ্রাম- জোগিন্দনগর(ছোট কুপট),আব্দুর রউফএর ছেলে ২। আবু সাঈদ (২৫)জেলা -সাতক্ষীরাকে ইং-১৮/০৭/২২ তারিখ রাত্র অনুমান ২টা ৩০ মিনিটের দিকে আশাশুনী থানার প্রতাপনগর ইউপির ত্রিমোহনী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে ইং- ১৮/০৭/২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

