যশোর প্রতিনিধি : জেলা যুবদল নেতা বদিউজ্জামান ধনি হত্যার মামলার আরেক আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সিভিল কোর্ট মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মন্টু শহরের বেজপাড়া খাদ্য গুদাম এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক।
ধনির ভাই মনিরুজ্জামান মনি জানান, বদিউজ্জামান ধনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মন্টু শিশু সেজে সোমবার যশোর আদালতে আত্মসমর্পণের জন্য যায়। কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়েও শিশু সেজে আত্মসমর্পণের জন্য গেলে সেখানে আত্মসমর্পণ করতে পারেনি। ফলে সেখান ফিরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরই মধ্যে জানতে পেরে পুলিশ সিভিল কোর্ট মোড়ে অভিযান চালিয়ে মন্টুকে আটক করে।
উল্লেখ্য গত ১২ জুলাই দুপুরে বাড়ির সামনে সন্ত্রাসীরা বদিউজ্জামান ধনিকে একই এলাকার শামীম আহম্মেদ মানুয়ার নির্দেশে তার ভাগ্নে রায়হানের নেতৃত্বে মন্টুসহ কয়েকজনে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের ভাই মনির দায়ের করা মামলায় প্রধান খুনি রায়হান, তার সহযোগি ইছা মীরকেও পুলিশ আটক করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হত্যাকাজে ব্যবহৃত ধারালো অস্ত্র। এছাড়া এই মামলায় র‌্যাব আলামিন নামে আরেকজনকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *