সমাজের আলো : কলারোয়া উপজেলার ছলিমপুর বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও অর্থবানিজ্যের অভিযোগ উঠেছে। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে কলারোয়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার আব্দুল হামিদের সহযোগিতায় যশোর জেলার স্থায়ী বাসিন্দা ও আন্ডার মেট্রিক আবুল হোসেন নামের একজনকে সভাপতি বানানোই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এদিকে অভযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে ছলিমপুর বালিকা দাখিল মাদ্রাসায় গেলে একাধিক অভিভাবক বলেন, দীর্ঘদিন মাদ্রাসা প্রতিষ্ঠার পর ১৯৯৫ মাদ্রাসাটি এমপিওভূক্ত হলেও মাদ্রাসার সুপার আলী বক্স এর সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে এখনও মাদ্রাসটির অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। বিভিন্ন সময়ে তিনি নিজের ইচ্ছমতো ব্যক্তিকে সভাপতি বানিয়ে জামায়াতের ক্যাডার সহ-সুপার লেয়াকত আলীর যোগসাজসে মাদ্রাসার অর্থ সম্পদ লুটপাট করেছেন। সম্প্রতি মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে এলাকার অনেক অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য হবার আগ্রহ প্রকাশ করেছিলেন তবে সুপারের কুট কৌশলে তা আর সম্ভব হয়নি। অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে গেলে ৫ হাজার টাকা দিয়ে মনোনয়ন ফর্ম কিনতে হবে এমন ঘোষণায় অনেকেই মনোনয়ন ফর্ম ক্রয় করেননি।

ফলে নিজের ইচ্ছামতো ৫ জনকে মনোনয়ন দিয়ে সুপার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রিজাইডিং অফিসার ছাড়াই তাদের বিজয়ী ঘোষণা করেন। ওই ৫ জন সদস্যদের মাঝে মাদ্রাসার সহ-সুপার একাধিক নাশকতা মামলার আসামী লেয়াকত আলী শেখের মেয়ের ভাশুরও আছে। এছাড়া টিআর পদে সুপার নিজের ইচ্ছামতো ৩ জন শিক্ষককে মনোনিত করেছেন। যেখানে অধিকাংশ শিক্ষকের কোন মতামত গ্রহণ করা হয়নি। এরপর গত ২৫ মে মাদ্রাসার নোটিশ বোর্ডে সভাপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ২৬ তারিখের মধ্যে সভাপতি পদে মনোনয়ন ক্রয় করে আবেদনের কথা বলা হয় এবং ৩১ মে সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আমাদের এলাকার অনেকেই সভাপতি পদে মনোনয়ন ক্রয় করতে গেলে সুপার বলেন সভাপতি পদে মনোনয়ন ক্রয় করতে হলে ১০ হাজার টাকা লাগবে। ফলে অনেকেই সভাপতি পদে মনোনয়ন ক্রয় করতে পারেননি। এছাড়া ১ দিন সময় দেওয়ায় অনেকেই ঠিক সময়ে মনোনয়ন ক্রয় করতে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে গত ৩১ মে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের যোগ সাজসে যশোরের বাসিন্দা ও আন্ডার মেট্রিক পাশ আবুল হোসেনকে সভাপতি বানিয়েছেন মাদ্রাসার সুপার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *