তালা প্রতিনিধি : বুধবার (১৪ ডিসেম্বর ) বেলা ১১টায় তালা সাস প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আয়েজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ^াস, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন প্রমুখ। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা মোহাম্মদ ইরফান। কর্মশালায় অতিথিদের বক্তব্যে পরিবেশবান্ধন দুগ্ধ শিল্প গড়ে তোলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে এই এলাকায় দুগ্ধ শিল্প এগিয়ে নেয়ার কথা উঠে আসে।
