সমাজের আলো : বজ্রপাতে মহশিন হোসেন সুমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে। আজ বেলা আনুমানিক ২:৪০ এর দিকে এ ঘটনা ঘটে। নিহত মহশিন হোসেন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।সুমন বিশ্ববিদ্যালয় থেকে বি.এ এবং এম.এ কমপ্লিট করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়। পিতা মোখলেছুর রহমান ভুট্টো জানান আমার ছেলে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল, ঈদের দিনটা ঠিক মতো কাটলেও আজ আমার বুক খালি হয়ে গেছে। তিনি জানান, নিহত সুমন আজ বেলা ২:৪০ এর দিকে হালকা বৃষ্টি সহ বজ্রপাত হচ্ছিল তখন সে বাড়ির ওঠানে থাকা কাঠ তুলছিলো,পাশে ছিলো নারকেল গাছ, তার পাশেই ছিল সুমন, নারকেল গাছ থেকেই তার ওপর বজ্রপাত হয়,তখনি তার মৃত্যু ঘটে। এ ঘটানায় পরিবার সহ এলাকা শোকের ছায়া নেমে এসেছে। বাবার স্বপ্ন ছিল ছেলে বিসিএস হবে কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস স্বপ্ন টা স্বপ্নই থেকে গেল, বাস্তবে রূপান্তরিত হলো না।স্থানীয়দের মুখে শোনা যায়,সুমন অনেক ভালো ছেলে,ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল, সবার সাথে ঈদ উদযাপন করলো,কিন্তু আজ সেই সুমন আমাদের মাঝে নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *