সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউনিয়নে মানবিক কর্মসূচির আওতায় নিবন্ধনকৃত প্রতি দরিদ্র জেলের জন্য ৫৬ কেজি চাউল বরাদ্দ থাকলেও প্রতি জেলের মাঝে বিতরণ করা হয়েছে ৩৫ কেজি করে। সেই হিসেবে ওই ইউনিয়নের ৪৭৭ জন নিবন্ধিত জেলেকে প্রাপ্য চাউল না দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসারের যোগসাজেসে ১০ হাজার ১৭ কেজি চাউল লুটপাটের অভিযোগ উঠেছে আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওমর সাকি ফেরদৌস পলাশের বিরুদ্ধে।
মুঠোফোনে তথ্যপেয়ে বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন পরিষদে সরেজমিনে যেয়ে দেখা যায়, মৎস্যজীবীরা চাউলের স্লিপ হাতে নিয়ে চউিল নিচ্ছেন। মেম্বর ও গ্রাম পুলিশ সদস্যরা স্লিপটি নিয়ে নিজেদের বানানো নামের তালিকায় স্বাক্ষর নিয়ে ৩৫ কেজি করে চাউল দিচ্ছেন। ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তার তদারকি করার কথা থাকলেও তারা সেখানে ছিলেন না। তবে মাইক হাতে নিয়ে পাশে বসে আছেন ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ। চাউল গ্রহণ করার পর বাইরে এসে ৫৬ কেজির জায়গায় ৩৫ কেজি চাউল দেওয়ায় জেলেরা নিজেরা কানাঘুষা করছেন। তবে চেয়ারম্যন পলাশ নিজে বসে থেকে সন্ত্রাসী স্টাইলে ওই চাউল বিতরণ করায় তার ভয়ে কেউ কোন কথা বলছেন না।
তবে ইউনিয়ন পরিষদের বাইরে এসে নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে বলেন, আমরা জেনেছি, আমরা যারা জেলে কার্ডধারী তাদেরকে সরকার ৫৬ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন। তবে চেয়ারম্যান নিজে উপস্থিত তেকে আমাদের চাউল দিয়েছেন ৩৫ কেজি করে। নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিজয়ী হবার পর থেকে ওমর সাকি ফেরদৌস পলাশ সন্ত্রাসী স্টাইলে পরিষদ চালাচ্ছেন। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননা। এমনকি মেম্বররাও থাকেন ভীতসন্ত্রস্ত।
তারা আরো বলেন, ‘আজতো চাউল কম দিয়েছেন। এর আগে চাউলের স্লিপ দেওয়ার সময় কাদের মেম্বরসহ অন্যান্য মেম্বরা আমাদের কাছ থেকে ৩০ টাকা করে নিয়েছেন। আমরা গরীব মানুষ। সরকার আমাদের দূরাবস্থার কথা ভেবে ৫৬ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন। তবে প্রকৃত প্রাপ্য চাউল আমাদের না দিয়ে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ঠরা বাকি চাউল ভাগ বাটোয়ারা করে নেবেন।
এ ব্যাপারে জানতে চাওয়ার আগেই সাংবাদিক এসেছে শুনে সন্ত্রাসী স্টাইলে তেড়ে এসে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ সাংবাদিকদের বলতে শুরু করেন, ‘এই তোরা কোথা থেকে এসেছিস। তোদের কে আসতে বলেছে। চাউলের ব্যাপারে জানতে পরিষদে আসার আগে তোদের সম্পাদকের সকাছ থেকে লিখিত অনুমতি এনেছিস? এখানে এক মুহূর্তেও যেনো তোদের না দেখি। এক্ষুণি পরিষদ থেকে চলে যা। চেয়ারম্যানের এমন কথা শুনে পরিষদ থেকে চলে আসে সাংবাদিকরা। ফলে চাউল কম দেওয়ার ব্যাপারে চেয়ারম্যানের বিস্তারিত বক্তব্য জানা সম্ভব হয়নি। এছাড়া সন্ধায় তার মুঠোফোনে খল দিলেও তিনি রিসিভ করেননি।
চাউল কম দেওয়া ও স্লিপ প্রতি ৩০ টাকা করে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে কুল্যা ইউপির ২ নং মেম্বর আব্দুল কাদের বলেন, ‘৪৭৭ জনের বরাদ্দকৃত চাউল ৭২২ জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে। ফলে ৫৬ কেজির জায়গায় বিতরণ করা হয়েছে ৩৫ কেজি করে। এছাড়া স্লিপ দিয়ে টাকা কম বেশি নেওয়া হয়েছে। তবে সবাই টাকা দেননি।’
আশাশুনি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ৪৭৭ জন নিবন্ধিত মৎস্যজীবীকে ৫৬ কেজি করে চাউল দেওয়ার জন্য তালিকা করা হয়েছে। তবে চেয়ারম্যান বেশী মানুষকে চাউল দিচ্ছেন বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, ‘বিষয়টি ট্যাগ অফিসার তদারকি করছেন। তিনিই বিস্তারিত বলতে পারবেন।’
চাউল বিতরণের সময় পরিষদে না থাকা ও চাউল কম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কুল্যা ইউপির ট্যাগ অফিসার সেলিম বলেন, ‘বাইরের ইউনিয়নে কাজ থাকায় আমি কুল্যা ইউপিতে যেতে পারিনি। তবে চাউল বিতরণে ৫৬ কেজির জায়গায় ৩৫ কেজি দেওয়ার বিষয়টি সঠিক না। চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। তিনি সঠিকভাবে চাউল বিতরণ করছেন।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘৪৭৭ জনের যে তালিকা কুল্যা ইউনিয়নে করা হয়েছে ওই তালিকার প্রত্যেকে ৫৬ কেজি করে চাউল পাবে। চেয়ারম্যান নিজের লোকদের খুঁশি করার জন্য চাউল ইচ্ছামতো বিতরণ করতে পারেননা। আমি বিষয়টি দেখছি। প্রয়োজনে যাদের চাউল কম দেওয়া হয়েছে তাদের ডেকে এনে বাকি চাউল চেয়ারম্যান প্রদান করবেন। বরাদ্দ থেকে জেলেদের চাউল কম দেওয়ার সুযোগ নেই।’
স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, ‘আমাকে এ ব্যাপারে কেউ জানায়নি। বিষয়টি আমি দেখছি।—–
