সমাজের আলো: সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া থেকে আশাশুনির কুল্যার মোড় পর্যন্ত সড়কের দুই ধারের শত শত জীবন্ত মেহগনি ও সিরিস চটকা গাছ কর্তনের পাঁয়তারা শুরু হয়েছে। ইতিমধ্যে এসব গাছ বিশেষ কায়দায় চিহ্নিত করে রং দিয়ে নাম্বার দেওয়ার কাজ চলছে। এসব গাছের মূল্য প্রায় কোটি টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুলিহর এলাকার কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম ও স’মিল ব্যবসায়ী স্বপন বিশ্বাস গত কয়েক দিন ধরে তাদের নেতৃত্বে ইচ্ছা-খুশি মত সাতক্ষীরা-আশাশুনি সড়কের দুই পাশের শত শত জীবন্ত মেহগনি ও সিরিস চটকা গাছ বিশেষ কায়দায় চিহ্নিত করে লাল রং দিয়ে নাম্বারিং করার কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবারই একটি সংঘবদ্ধ চক্র সূস্থ-সবল ও জীবন্ত এসব গাছকে আধামরা ও ঝুঁকিপূর্ন দেখিয়ে অনুমোদনের কাগজ সৃষ্টি করে বিনা বাঁধায় সাতক্ষীরা জেলা পরিষদের নিয়ন্ত্রাধীন সড়কের পাশ থেকে কর্তন করে থাকে। লক্ষ লক্ষ বা কোটি টাকার এ সমস্ত গাছ নামমাত্র মূল্যে সিন্ডিকেটের মাধ্যমে নিলাম নিয়ে থাকে চক্রটা। অভিযোগ রয়েছে জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই চক্রের সাথে হাত মিলিয়ে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে কাজগুলো সম্পন্ন করে থাকেন। দীর্ঘদিন ধরে এসব অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছেন সার্ভেয়ার হাসানুজ্জামান। কখনো প্রকাশ্যে আবার কখনো পর্দার আড়ালে থেকে নিজেকে নিরাপদ রেখে তিনি ফায়দা লুটে যাচ্ছেন। আর এসবের একান্ত পার্টনার ধুলিহর এলাকার কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম ও স’মিল ব্যবসায়ী স্বপন বিশ্বাস। এই দু’জনের ভাবখানা এমন জেলা পরিষদের সকল গাছের দেখভাল করার দায়িত্ব যেন তাদের।
জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান তার বিরুদ্ধে সব তথ্য অস্বীকার করে জানান, এই গাছের ব্যাপারে জেলা পরিষদের কোন হাত নেই। এগুলো সব কিছু করছে সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বলে দায় এড়িয়ে যান।
এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, ‘আমাদের এই সড়কে গাছের ইনটেনসিটি বেশি থাকায় রেইনফল যদি হয় পাঁচ মিনিট তাহলে বৃষ্টি পড়ে দুই তিন ঘন্টা, ফলে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাটা সংস্কার করা হয়েছে, রাস্তা যাতে দীর্ঘদিন টেকসই হয় এজন্য গাছগুলো কেটে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটা আমরা জেলা পরিষদকে অনুরোধ করেছি। এটা আমরা কাটছি না, এটা জেলা পরিষদ কাটার উদ্যোগ নিচ্ছে। একচেটিয়া গাছ কাটতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢালাওভাবে না কেটে ঘনত্ব কমিয়ে গাছ কেটে নেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।’
অন্যদিকে ধুলিহর এলাকার কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম ও স’মিল ব্যবসায়ী স্বপন বিশ্বাস তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তবে তারা ব্যবসায়ী হিসাবে রাস্তার গাছ বিভিন্ন মারফত কিনে থাকেন বলে স্বীকার করেন।
এদিকে, শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে যান সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ্যাডঃ এ, বি, এম, সেলিম সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নাজিরুল ইসলাম , সাধারণ সম্পাদক এ্যাডঃ অসিম কুমার মন্ডল , প্রচার সম্পাদক সাংবাদিক আবু সাইদ , সাংবাদিক আইয়ুব হোসেন রানা, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম , সাবেক মেম্বর অজিয়ার রহমান , সাংবাদিক আরশাদ আলী , মোঃ ফারুক হোসেন প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, তেমনি গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির অনুরোধ গাছ রেখে সমস্যা সমাধান করার আহবান জানান। তারা আরও বলেন, এসব গাছ যথাযথ প্রক্রিয়া অনুসরন করে কর্তন না করলে প্রয়োজনে বৃহত্তর কর্মসূচী সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published.