সোহরাব হোসেন সবুজ, নলতা:

হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সেমিনারে’ বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, খানবাহাদুর আহছানউল্লা (র.) সারাটি জীবন শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে গেছেন। তিনি ছিলেন ছুফি সাধক ও শিক্ষা সংস্কারক। তিনি অজস্র শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে তিনি চেয়েছিলেন সুশিক্ষায় প্রকৃত মানব সম্পদ গড়তে। আমাদেরও উচিৎ তারই আদর্শের শিক্ষা ব্যবস্থায় দেশে আলোকিত মানবসম্পদ গড়তে সচেষ্ট হওয়া।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
সেমিনারে পীরকেবলার বিভিন্ন দর্শন নিয়ে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্ব মু. সেলিমউল্লাহ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। এসময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখা মিশনের সদস্য বৃন্দ, সাংবাদিক, সুধীমহল সহ কয়েক হাজার শ্রোতাদর্শক উপস্থিত ছিলেন। সেমিনার শেষে উপস্থিত সকলের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *