যশোর অফিস
সাহিত্যে বিশেষ অবদান রাখায় গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মোস্তফা মুন্নাকে। একই সাথে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে আশাবরী সঙ্গীত নিকেতনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আশাবরী সঙ্গীত নিকেতনের সভাপতি মু. এনামুল কবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশাবরীর উপদেষ্টা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক সুভাষ ভৌমিক।
বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে আরো ৯ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তারা হলেন, দীপঙ্কর দাস রতন, সাধন দাস, সানোয়ার আলম খান দুলু, জন সঞ্জীব চক্রবর্তী, কবি ডা. মোকাররম হোসেন, শিল্পী রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হেসেন স্বপন, রেখা বেগম।
গোলাম মোস্তফা মুন্না দৈনিক স্পন্দন পত্রিকার সাব-এডিটর ও সাম্প্রতিক দেশকালের যশোর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।




Leave a Reply

Your email address will not be published.