স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাঁশঘাটা নামক এলাকায় নদীর পাড় দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে সহকারী কমিশন (ভূমি) জিল্লুর রহমান। সোমবার বিকেলে বাঁশঘাটা নামক এলাকায় এ অভিযানটি চালানো হয়। জানা যায়, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা নদীর পাড়ে অবৈধ ভাবে দখল করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এমন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে প্রাথমিক ভাবে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। পরবর্তী সময়ে বড় স্থাপনা গুলো নিজ উদ্যোগে ভেঙে পেলার নির্দেশ দেওয়া হয়। এর আগে সময় বাঁশঘাটা সুপারী গলি এলাকায় বাজারের পানি চলাচলের ড্রেন দখল করে খাস জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করায় দখলদার সন্তোষ দে নামের এক ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার ভূমি। অভিযানে ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবদুল করিমসহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *