সমাজের আলো : পাঁচদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে সিলেটের বন্যাদুর্গত লাখো মানুষ। আকস্মিক বন্যার তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ায় শূন্য হাতে অনেকে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। তাদের নেই খাবার। কাপড়। বিশুদ্ধ পানি। আসছে না পর্যাপ্ত ত্রাণ। সরকারি ত্রাণের দেখা মিলছে না অনেক আশ্রয়কেন্দ্রে। বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ দেয়া হচ্ছে। এতে কেউ একবেলা খাবার পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। বয়স্ক ও শিশুদের খাবার ও ওষুধ কিনতে পারছেন না বানভাসী মানুষ।এতে এক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রাণ নিয়ে কোনো কেন্দ্রে কেউ এলেই ঝাঁপিয়ে পড়ছেন অভুক্ত মানুষ। শুরু হয়ে যায় কাড়াকাড়ি। সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি চলছে উদ্ধার তৎপরতা। নতুন করে পানি না বাড়লেও কমছে না খুব একটা। এতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন অবস্থায় খাদ্য এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published.