যশোর অফিস  : যশোরের কেশবপুরের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির স্বক্ষর জালিয়ালিত অভিযোগে প্রধান শিক্ষক জি এম গোলাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার সভাপতি রাজীব চৌধুরী আদালতে মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি জি এম গোলাম হোসেন কেশবপুরের বরণডালি গ্রামের শেখ আনছার আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ওঠার জন্য পূর্বপাশে একটি সিঁড়ি রয়েছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম গোলাম হোসেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের না জানিয়ে পূর্ব পাশের সিঁড়ি ভেঙ্গে পশ্চিম পাশে সিঁড়ি নির্মাণের জন্য একটি প্লান তৈরি করেন। ওই প্লানের কাগজে সভাপতির জাল স্বাক্ষর দিয়ে তা সংশ্লিষ্ট দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর প্রেরণ করেন প্রধান শিক্ষক। গত ৩১ মে সকালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় সভাপতি রাজীব চৌধুরী, অন্যান্য শিক্ষকরা ও অভিভাবক সদস্যরা বিদ্যালয়ের অফিস রুমে আলোচনায় বসলে সেখানে সিঁড়ির প্লান সকলকে দেখানো হয়। তখন সভাপতি রাজীব চৌধুরী দেখতে পান প্লানের কাগজে তার জাল স্বাক্ষর রয়েছে। সাথে সাথে রাজীব চৌধুরী প্রতিবাদ করেন। এরই এক পর্যায়ে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে বলেন যে, তিনিই জাল স্বাক্ষর করেছেন। শুধু তাই নয়, তিনি সভাপতিকে গালিগালাজ ও খুন জখমের হুমকি দেন।




Leave a Reply

Your email address will not be published.